News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২০, ৬ জানুয়ারি ২০২১
আপডেট: ০১:১৪, ১৪ জানুয়ারি ২০২১

জর্জিয়ার সিনেট ডেমোক্রেটদের

জর্জিয়ার সিনেট ডেমোক্রেটদের

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের সর্বশেষ খবর অনুযায়ী,

জর্জিয়ার সিনেট নির্বাচনে ডেমোক্রেটের ওয়ার্নক জয়ী হয়েছেন। আর এগিয়ে রয়েছেন একই দলের অসফও।

অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের পূর্বাভাস অনুযায়ী, হাড্ডাহাড্ডি লড়াইয়ে রিপাবলিকান লফলারকে হারিয়ে জয় পেতে যাচ্ছেন ডেমোক্রেটের ওয়ার্নক। জয়ী হলে জর্জিয়ার প্রথম কৃষাঙ্গ সিনেটর নির্বাচিত হয়ে ইতিহাস গড়বেন তিনি।

অন্যদিকে, ডেমোক্রেট জন অসফ ৫০ দশমিক এক ও রিপাবলিকান ডেভিড পের্ডু ৪৯ দশমিক নয় শতাংশ ভোট পেয়েছেন। অর্থাৎ এখানেও এগিয়ে রয়েছেন ডেমোক্রেট প্রার্থী অসফ।

ইতোমধ্যেই ডেমোক্রেট দলের অনেকেই ওয়ার্নককে জয়ী হিসেবে ঘোষণা করে টুইট করেছেন।

অন্যদিকে, কেলি লফলার সমর্থকদের ‘ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে ও লড়াই চালিয়ে যেতে’ উৎসাহ দিয়েছেন। তিনি বলেন, “আমরা জয়ের পথে আছি।”

এর আগে, উভয় দলই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলে বিবৃতি দিয়েছেন।

এ ছাড়াও, ডেমোক্র্যাটিক সিনেটের প্রার্থী জন অসফের প্রচারণা টিম এক বিবৃতিতে জানায়, সমস্ত ভোট গণনা করতে হবে। সব ভোট গণনা করা হলে আমাদের বিশ্বাস জন অসফ যুক্তরাষ্ট্রের সিনেটে জর্জিয়ার প্রতিনিধিত্ব করতে এই নির্বাচনে জয়ী হয়ে উঠবেন।

মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভোটের চূড়ান্ত ফল পেতে আরও একদিন সময় লাগতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়